কুষ্টিয়ায় বিশ্ব বন্যপ্রানী দিবস পালিত

কুষ্টিয়ায় বিশ্ব বন্যপ্রানী দিবস পালিত
কুষ্টিয়া প্রতিনিধি:  আজ ৩ মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০১৯ উপলক্ষে কুষ্টিয়ায় বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষন ফেডারেশন এর সদস্য সংগঠন " মানুষ মানুষের জন্য"র  উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় র‍্যালীটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ছয় রাস্তার মোড়ে এসে  আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। 
মানুষ মানুষের জন্য কুষ্টিয়া এর প্রতিষ্ঠাতা পরিচালক শাহাবউদ্দীন মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক সম্পদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। কিন্তু ক্রমাগত আবাসস্থল ধ্বংস, খাদ্যাভাব এবং অবৈধ শিকারের কারণে দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে।  বাংলাদেশের প্রেক্ষিতে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। কারণ, বিশ্ব জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে বাংলাদেশে। বাংলাদেশের জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলগুলোর মধ্যে পৃথিবীর ৫৬০তম ও বাংলাদেশের প্রথম রামসার সাইট সুন্দরবন, বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট হাকালুকি হাওড়, পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল, লাউয়াছড়া উদ্যান, শালবন ইত্যাদি উল্লেখযোগ্য। সভায় বন্যপ্রানী সংরক্ষন আইন ২০১২ এর সঠিক প্রয়োগ,পাঠপুস্তকে এর প্রয়োজনীয়তা অর্ন্তভুক্তকরন,বন্যপ্রানী বিষয়ে গবেষনা,বন্যপ্রানীর নিরাপদ প্রজন্নন ও আবাসস্থল এর ব্যবস্থা করার দাবি জানানো হয়।এসময়  সভার সভাপতি শাহাবউদ্দিন মিলন বলেন,  বন্যপ্রাণী আমাদের দেশের সম্পদ।বন্যপ্রানীরা  আমাদের শত্রু নয় বন্ধু, তারা আমাদের পরিবেশ ও বাস্তুসংস্থানের গুরূত্বপূর্ণূ অংশ।  এদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার আমার সকলের। নিজে বাঁচতে, প্রকৃতিকে বাঁচাতে, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।  অতএব এদের সংরক্ষনে সরকারী সংস্থার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। দেশটা আমাদের, তাই দেশটাকে সুন্দর ভাবে গড়তেও হবে আমাদেরই।
এ সময় উপস্থিত ছিলেন,বাবু, আরিফ, মামুন, বিপ্লব,সজল,রিয়াজ,সিরাজ,আকাশ,রানা,সুজনসহ  আরো অনেকে।
 উল্লেখ্য ২০১৩ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী এই দিনটি বিশ্ব বন্য প্রাণী দিবস পালিত হয়ে আসছে। বিশ্বের জীব বৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এ দিবসটি পালন করা হয়।